বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর পর মৌলভীবাজার জেলায় বিভিন্ন সরকারি স্থাপনা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা-ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগের খবর পাওয়া গেছে।
আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী বলেন, শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারিত হওয়ার পরপর মিছিল নিয়ে মৌলভীবাজার মডেল থানা, শ্রীমঙ্গল থানায় পৃথক ভাবে হামলা, অগ্নিসংযোগ ভাঙচুর করা হয়েছে । এরমধ্যে শ্রীমঙ্গল শহরের মিশন রোডস্থ সরকারের সাবেক কৃষি মন্ত্রী উপাধক্ষ্য ড. মো. আব্দুস শহীদ এমপির বাসভবনে ভাংচুর অগ্নি সংযোগ হয়, জেলার একাধিক আওয়ামীগ নেতার বাড়ি ও দোকানপাটে ভাঙচুর করা হয়।
এদিকে শ্রীমঙ্গল থানার ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পুলিশের উপর হামলা চালানো হয়। এতে পুলিশ আত্মরক্ষার স্বার্থে টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়লে ২০/২৫ জন আন্দোলনকারী যুবকরা আহত হন। এক সময় পুলিশ পিছু হঠলে থানার ভেতরে আনদোলন কারীরা থানার ভেতর ব্যাপক ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শী বলেন, বেলা চারটার দিকে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কে অবস্থিত থানায় আগুন ও ভাঙচুর করা হয়। একইভাবে মৌলভীবাজার মডেল থানায়ও হামলা চালানো হয়। মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনজুর রহমানের মুঠোফোনে কল করলে তিনি কল কেটে দেন।
পরে শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, শটগান দিয়ে ফাঁকা গুলি ছুড়েছি। তবে আমরা কোন গুলি করেনি। তিনি আরও বলেন, আন্দোলনকারীর হামলায় থানার ৫ পুলিশ আহত হয়েছেন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:২২ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি