বগুড়ায় শেরপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শেরপুর শহরের টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ চত্বরে প্রায় দুই শতাধিক শীতার্ত নারী পুরুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
শীতবস্ত্র বিতরণ কালে তিনি বলেন, সরকার গরীব-দু:খী মানুষের পাশে রয়েছে। মানুষের দুর্দশা লাঘবের জন্য সরকার বিভিন্ন ধরনের ভাতা দিয়ে আসছে। এ বছর যারা বয়স্কভাতা-বিধবাসহ অন্যান্য ভাতার জন্য আবেদন করেছে তাদের অধিকাংশই ভাতাপ্রাপ্ত হবেন। আগামী বছরের মধ্যে শতভাগ মানুষকে এ ধরনের ভাতা দেয়া সম্ভব হবে বলেও জানান তিনি।
শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সারওয়ার রহমান মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম হোসনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহজামাল সিরাজী, সহ- সভাপতি মুন্সী সাইফুল বারী ডাবলু প্রমুখ।
এসময় প্রায় দুই শতাধিক শীতার্ত নারী পুরুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:২০ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি