ভারতের জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় দুটি পৃথক বন্দুকযুদ্ধে ২ ভারতীয় সেনা এবং ৬ সন্ত্রাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক সেনা। অঞ্চলটির একাধিক গ্রামে এখনো সংঘর্ষ চলছে বলে জানিয়েছে পুলিশ।
কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিধি কুমার বার্দি বলেন, বিতর্কিত অঞ্চল কুলগাম জেলার একাধিক গ্রামে কর্তৃপক্ষ ‘দুটি ভিন্ন অপারেশন’ চালিয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। তবে মোদেরগ্রাম এবং ফ্রিসাল চিন্নিগাম গ্রামে সংঘর্ষ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা গেছে, প্রথম বন্দুকযুদ্ধটি হয়েছে রাজৌরি জেলায় একটি সেনা ক্যাম্পের কাছে। এ সময় এক সেনা আহত হন। প্রাথমিক প্রতিবেদনে মাঞ্জাকোট সেনা ক্যাম্পে রাতারাতি সন্ত্রাসী হামলার চেষ্টার কথা বলা হয়েছে।
সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআরপিএফ, সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ সমন্বিত নিরাপত্তা বাহিনী একটি অনুসন্ধান অভিযান শুরু করে। তখন মোদেরগাম গ্রামে প্রথম বন্দুকযুদ্ধটি হয়। গোলাগুলির সময় একজন প্যারা-ট্রুপার গুরুতর আহত হন।
অভিযানে একটি বাড়িতে সর্বাত্মক হামলা চালায় নিরাপত্তা বাহিনী। বাড়িটিতে সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছিল। শনিবার গভীর রাত পর্যন্ত হামলা চলে। রবিবার সকালে এক সন্ত্রাসীর মৃতদেহ উদ্ধার করা হয়। একইসঙ্গে কুলগামের ফ্রিসাল এলাকায় দ্বিতীয় বন্দুকযুদ্ধটি হয়। দীর্ঘ বন্দুকযুদ্ধের পর প্রকাশিত ড্রোন ফুটেজে চার সন্ত্রাসীর মৃতদেহ দেখানো হয়েছে। এই সংঘর্ষে একজন সেনাসদস্য নিহত ও অপর একজন আহত হয়েছেন। কর্তৃপক্ষ সন্দেহ করছে, বন্দুকযুদ্ধের ওই স্থানে আরো দুই সন্ত্রাসী লুকিয়ে আছে। এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১০:০৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি