দুই রাত হাসপাতালে কাটানোর পর ছাড়পত্র পেলেন মুস্তাফিজুর রহমান। মাথায় বলের আঘাত পাওয়া পেসার চট্টগ্রামের হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন আছেন ঢাকায় টিম হোটেলে। আপাতত সেখানেই চলবে চিকিৎসার পরবর্তী প্রক্রিয়া।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার দলের ফিজিও এসএম জাহিদুল ইসলাম সজল জানান মুস্তাফিজের চোটের হালনাগাদ।
“গতকাল রাতে মুস্তাফিজুর রহমানের দ্বিতীয় সিটি স্ক্যান করানো হয়। এরপর নিউরোসার্জন ও বিসিবির সঙ্গে পরামর্শ করা হয়। বিমান ভ্রমণের ছাড়পত্র পাওয়ার পর তাকে ইম্পেরিয়াল হাসপাতাল থেকে ঢাকায় টিম হোটেলে পাঠানো হয়েছে।”
মুস্তাফিজকে ঢাকায় পাঠানো হলেও তার দল কুমিল্লা এখনও চট্টগ্রামেই অবস্থান করছে। চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার সন্ধ্যায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।
অভিজ্ঞ এই পেসারকে শুক্রবার প্রথম পর্বে কুমিল্লার শেষ ম্যাচেও পাওয়ার সম্ভাবনা নেই বলা যায়। দলের ফিজিও জানালেন, সেদিনই আবার নিউরোসার্জনের পরামর্শ নেওয়া হবে তার চোটের ব্যাপারে।
“তার ক্ষত এখন পরিষ্কার এবং সেরে ওঠার পথে। আগামী তিন দিন (ক্ষত জায়গায়) ড্রেসিং করব আমরা। এরপর আগামী ২৩ ফেব্রুয়ারি নিউরোসার্জনের পরামর্শ নেওয়া হবে।”
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে রোববার অনুশীলনের সময় মুস্তাফিজের মাথায় বলের আঘাত লাগে। নেটে একটি ডেলিভারি করার পর বোলিং মার্কে ফেরার সময় কারও ডাকে পেছন ফিরে তাকান তিনি।
তখন অন্য পাশের নেট থেকে উড়ে আসা বল আঘাত করে মুস্তাফিজের মাথার বাম পাশে পেছন দিকে। মাঠেই তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। প্রাথমিক শুশ্রূষা দেওয়ার পর হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে মাথায় ৫টি সেলাই করা হয়। স্ক্যানে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়েনি। তবে সতর্কতা হিসেবে পর্যবেক্ষণে রাখা হয় তাকে।
চলতি বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসারের শিকার দলের সর্বোচ্চ ১১ উইকেট। ফরচুন বরিশালের বিপক্ষে ৩২ রানে ৩ উইকেট তার এবারের সেরা।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম