নীলফামারী জেলার ডোমার উপজেলায়, ডোমার-চিলাহাটি সড়কের ধঞ্চনপুর বাজার সংলগ্ন (মিলের পাড়) নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মফিজুল (৫৮), তার বাড়ি জোড়াবাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দ্বারিকামারী বাজারে। তিনি অত্র এলাকার মৃত চেরা মামুদের ছেলে।
তার পুত্র আলম এর সাথে কথা বললে তিনি জানান, গতকাল ০৫ নভেম্বর বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে তিনি ও (মফিজুল ইসলাম) তার বাবার সাথে অটো (মিশুক) ভ্যান যোগে তাদের বাড়ি থেকে ডোমারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যেই ধঞ্চনপুর বাজার পার হবার পর (মিলের পাড়) নামক স্থানে আসলে ডোমার থেকে চিলাহাটির দিকে আসা তয়েজ গাড়ি দ্রুত গতিতে আসার পথে অটো ভেনটিকে ধাক্কা দিলে তার বাবা গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনা স্থলই মারা যান এবং অটোচালক গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অটো চালককে বোড়াগাড়ি হাসপাতালে ভর্তি করে। ঘাতক বাসটিকে মির্জাগঞ্জ বাজারে সাধারণ মানুষ আটক করে।
এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুল ইসলামের সাথে মুঠোফোনে কথা বললে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরিবারের স্বজনরা সড়ক পরিবহন আইনে একটি হত্যা মামলা দায়ের করে।
আজ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৩ | মঙ্গলবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি