ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় গত দুই দিনে ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ বছরের একটি মেয়েসহ ৪ শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৬৪ ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাত ২টার দিকে গাজার বিভিন্ন অংশে আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাতের আঁধারে হওয়া ইসরায়েলি এই বিমান হামলায় ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদের মধ্যে ৪ জন শিশুও রয়েছে। বুধবারও অবরুদ্ধ গাজায় আবারও অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এতে ইসলামিক জিহাদের ৩ যোদ্ধাসহ আরও ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সব মিলিয়ে গত দুই দিনে মোট ২১ জন নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় ৬৪ জন আহত হয়েছেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মঙ্গলবার ইসলামিক জিহাদের নিহত জ্যেষ্ঠ নেতারা হলেন, তারেক এজেদাইন, জিহাদ ঘান্নাম এবং খলিল আল বাতিনি।
এদিকে মঙ্গলবার হামাসের প্রধান ইসমাইল হানিয়েহ এক বার্তায় জানিয়েছেন, ইসরায়েল গাজার নেতৃত্বকে বিলীন করে দিতে চাইছে, কিন্তু তাদের এই ইচ্ছে কখনো পূরণ হবে না। গাজা দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে।
প্রসঙ্গত, ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যকার সম্পর্ক ২০২৩ সালের শুরু থেকে আরও বেশি অবনতি হচ্ছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে দুই ভূখণ্ডে অন্তত ১২৬ জন নিহত হয়েছেন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি