রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা আগুন দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এলেও বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছিল৷
কৃষি মার্কেটের দুইজন ব্যবসায়ী বলছিলেন, মার্কেটের ভেতরে কিছু দোকানে আগুন জ্বলছে, পুড়ে না যাওয়া অবশিষ্ট মালামাল তারা বাঁচানোর শেষ চেষ্টা করছেন৷
এর আগে বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মার্কেটটিতে স্বর্ণের দোকান ছাড়াও কাপড়, প্লাস্টিকের মালামাল, ক্রোকারিজ ও ব্যাগের দোকান ছিল। সব কিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। তবে কী কারণে আগুন লেগেছিল তা জানা যায়নি৷
ফায়ার সার্ভিসের ১৭টি টিমের পাশাপাশি ঘটনাস্থলে রয়েছে পুলিশ, র্যাব, এনএসআই, সেনাবাহিনী, বিজিবি ও বিমান বাহিনী ৷