স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার যেহেতু ভারতের মাটিতে নিহত হয়েছেন, তাই তার হত্যাকারীদের বিচারের দায়িত্ব ভারত সরকারের।
সোমবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি আছে, তাই তারা মূল আসামিকে ফেরত আনার বিষয়ে পদক্ষেপ নিতে পারবে। এছাড়া যেহেতু ঘটনা বা হত্যাকাণ্ড তাদের দেশে হয়েছে তাই বিচারের দায়িত্বও তাদের।
সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সিয়ামকে নিয়ে তল্লাশি অভিযান চালিয়ে কলকাতার বাগজোলা খাল থেকে একাধিক হাড়গোড় উদ্ধার বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ডিএনএ টেস্ট না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এটা এমপি আনারের মরদেহ কি না।
সম্প্রতি ভারতের কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে খুন করা হয়েছে বাংলাদেশের সাবেক সাংসদ আনারকে। তবে এখন পর্যন্ত তার মরদেহ পাওয়া যায়নি, খুনের কোনো অস্ত্রও পাওয়া যায়নি।
পুলিশের তদন্তকারী দল জানায়, জিহাদ হাওলাদার খুনের কথা স্বীকার করেন। খুনের অভিযোগ উঠেছে আজিমের বাল্যবন্ধু আখতারুজ্জামান ওরফে শাহিনের বিরুদ্ধে। শাহিনও স্বর্ণ পাচারে যুক্ত ছিল এবং সে আজিমের কাছ থেকে ১৫ কোটি টাকা পেত। সেই টাকা আনার দিতে না পারায় তাকে খুন করেছে শাহিন বলে ধারণা করছে পুলিশ।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম