বিমান বিধ্বস্তের ১৭ দিন পর কলম্বিয়ার আমাজন জঙ্গল থেকে চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। চারটি শিশুর বয়স যথাক্রমে ১৩ বছর, ৯ বছর, ৪ বছর এবং ১১ মাস। তারা দুর্ঘটনার পর দক্ষিণ ক্যাকুয়েটা বিভাগের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। খবর আলজাজিরা।
কলম্বিয়ার কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ হওয়া শিশুদের খোঁজার জন্য তারা স্নিফার কুকুরসহ ১০০ সেনা সদস্যকে মোতায়েন করে। তারা ১৭ দিন আগে একটি বিমান দুর্ঘটনায় আমাজন জঙ্গলে নিখোঁজ হয়েছিলেন। এছাড়া, এই দুর্ঘটনায় তিনজন নিহত হয়। তাদের নিয়ে একটি বিমান বিধ্বস্ত হওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পর চার শিশুকে জীবিত পাওয়া গেছে বলে জানা গেছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বুধবার এক টুইট বার্তায় বলেন, সেনাবাহিনীর কঠোর অনুসন্ধান প্রচেষ্টার পরে শিশুদের খুঁজে পাওয়া গেছে। দেশের জন্য এটি আনন্দের।
এর আগে গতকাল বুধবার কলম্বিয়ার সশস্ত্র বাহিনী বলেছিল যে উদ্ধারকারীরা লাঠি ও ডালপালা দিয়ে তৈরি করা একটি আশ্রয়কেন্দ্রের খোঁজ পায়, ফলে তারা বুঝতে পারে সেখান এখনো জীবিত ব্যক্তি আছে। এরপর তারা অনুসন্ধানের প্রচেষ্টা জোরদার করে। তবে কলম্বিয়ার সামরিক বাহিনী থেকে শিশুদের খুঁজে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।
সশস্ত্র বাহিনীর প্রকাশিত ছবিতে দেখা যায় জঙ্গলের মেঝেতে গাছের পাতার মধ্যে কাঁচি এবং একটি চুলের ক্লিপ। এর আগে, একটি শিশুর পানির বোতল এবং অর্ধ-খাওয়া ফল পাওয়া গিয়েছিল।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন