আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগ ও দক্ষিন বঙ্গের মানুষের ভোগান্তিহীন ভাবে গ্রামের বাড়ীতে পৌছা এবং ঢাকায় ফেরত আসা নিশ্চিত করার উদ্দেশ্যে ও মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার কেন্দ্রিক এলাকায় যানবাহন সমূহের গতি বাড়াতে করনীয় পদেক্ষেপ নিয়ে আজ ১৩ জুন ২০২৪ খ্রিঃ বিকাল ৪টায় যাত্রাবাড়ী জনপদ মোড়স্থ ফ্লাইওভার নির্মাতা প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের অফিস কক্ষে ঢাকা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আওলাদ হোসেন এর সভাপতিত্বে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মইনুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল) হিসেবে কর্মরত, জনাব মোহাম্মদ আশরাফ ইমাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-ওয়ারী),অতিঃ-উপ পুলিশ কমিশনার (ট্রাফিক-ওয়ারী) সুলতানা ইশরাত জাহান, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক লালবাগ জোন) জনাব মোঃ গোলাম মোর্শেদ এবং ফ্লাইওভার কর্তৃপক্ষের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার বাংলাদেশের প্রথম পিপিপি প্রজেক্টভুক্ত ফ্লাইওভার যা দক্ষিণ ও পূর্বাঞ্চলের যানবাহনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই ফ্লাইওভারে ১১ টি র্যাম্প রয়েছে। তারমধ্যে ৬ টি স্থান থেকে যানবাহন উঠা এবং ৫ টি স্থান থেকে নামার সুযোগ রয়েছে। এর সিংহভাগ ওয়ারী ট্রাফিক বিভাগের অন্তর্গত এবং মতিঝিল ট্রাফিক বিভাগে মাত্র ১ টি অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ র্যাম্প ব্যস্ততম গুলিস্তানে অবস্থিত। যার দরুন ফ্লাইওভার ও পাশ্ববর্তী এলাকা সমূহের সার্বিক ব্যবস্থাপনায় আরো গতিশীলতা বাড়ানোর জন্য গুলিস্তান সহ অন্য ১০টি র্যাম্প এলাকায় বিশেষ ব্যবস্থা নেয়ার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্ঠা অব্যাহত রাখবে মর্মে সভায় প্রতীতি ব্যক্ত করা হয়।
উক্ত সভায় ফ্লাইওভার কর্তৃপক্ষ সর্বমোট ৭ টি টোল প্লাজায় টোলের গতি বাড়ানোর জন্য অধিকতর কার্যকরী ব্যবস্থা গ্রহণসহ প্রতিটি র্যাম্প এলাকায় আরো বেশি সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৪০ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)