ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তিনজনের মৃত্যু এবং ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন। আজ রোববার (২৯ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানা যায়, গতকাল শনিবার (২৮ জানুয়ারি) তুরস্কের সীমান্তের কাছে উত্তর-পশ্চিম ইরানে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল দেশটির খোয় শহরের কাছে। এই ভূমিকম্পে কিছু এলাকায় তুষারপাত এবং কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উল্লেখ্য, ১৯৯০ সালে ইরানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিলেন। গৃহহীন হয়ে পড়েছিলেন পাঁচ লাখ মানুষ।
এরপর ২০১৭ সালে দেশটিতে ৭ মাত্রায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত হানে। ওই ভূমিকম্পে ৬০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন