পাকিস্তানের গিলগিট-বালতিস্তান, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভারী বৃষ্টিপাতে ভয়াবহ ভুমিধস হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে ভূমিধসের পাশাপাশি ভেঙে পড়েছে বহু বাড়ি, যার ফলে পাকিস্তান জুড়ে কমপক্ষে মৃত্যু হয়েছে ৩৬ জনের। এছাড়াও আহত হয়েছেন ৫০ জন। বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশ।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের নৈসর্গিক সোয়াত উপত্যকা, খাইবার জেলা এবং অন্যান্য জায়গায় ভূমিধস এবং ঘরবাড়ি ভেঙে যাওয়ার ফলে ৩০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে বেশিরভাগই হল নারী এবং শিশু।
অন্যদিকে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের বালুচিস্তান প্রদেশ। সেখানে উপকূলীয় শহর গোয়াদরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যার ফলে ৫ জনের মৃত্যু হয়েছে সেখানে। দুর্যোগ মোকাবেলা বাহিনী নৌকার সাহায্যে সেখানকার দুর্গতদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছে।
বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রদেশটিতে ৭০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও পাকিস্তান অধিকৃত কাশ্মীরেও ব্যাপক বৃষ্টি হয়েছে। সেখানেও হতাহতের খবর পাওয়া গিয়েছে।
এদিকে, খারাপ আবহাওয়ার কারণে প্রশাসনের তরফে পর্যটকদের উত্তরে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, প্রতি বছরই পাকিস্তানে শীতের বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সাধারণত পাকিস্তানে শীতকালীন বৃষ্টি শুরু হয় নভেম্বরে। তবে এবার তা দেরিতে শুরু হয়েছে। ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে শুরু হয়েছে শীতকালীন বৃষ্টি। এর আগে ২০২২ সালে পাকিস্তানে প্রবল বৃষ্টি এবং বন্যায় মৃত্যু হয়েছিল ১৭৩৯ জনের। ঘরছাড়া হয়েছিলেন প্রায় ৮০ লক্ষ মানুষ। কোটি কোটি টাকার ক্ষতি হয়েছিল সেই বন্যায়।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:২১ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি