ইসরায়েলের হামলায় গাজার অন্তত ৩০টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে অবরুদ্ধ গাজায় জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। একই সঙ্গে সেখানে মেডিকেল সামগ্রীও শেষ হয়ে গেছে। সে কারণে বেশিরভাগ হাসপাতালই তাদের কার্যক্রম বন্ধ করে দিতে অথবা জরুরি বিভাগের মধ্যে সীমাবদ্ধ রাখতে বাধ্য হয়েছে। তারা শুধু হামলায় আহতদের চিকিৎসা দিচ্ছেন তবে অন্যান্য রোগীসহ গর্ভবর্তী মায়েরা বঞ্চিত হচ্ছেন সব ধরনের চিকিৎসা থেকে। সেখানকার আল নাসর হাসপাতালে শুধু জরুরি বিভাগ চালু রয়েছে। অন্য আর সব বিভাগের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
আগামী কয়েক দিন বা কয়েক ঘণ্টার মধ্যেই আরও কিছু হাসপাতালও তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হবে। এখনই জরুরি ভিত্তিতে গাজায় জ্বালানি সরবরাহ করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। এমনটি জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালায় স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জেরে সেদিন থেকেই গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ১৪ মানুষ নিহত এবং ২২৯ জনকে জিম্মি করা হয়েছে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম