মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভৈরববাজার-মৃত্তিঙ্গা সড়কে ডায়না ও সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নওশাদ মিয়া (৪০) নামে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি তিনি বিভিন্ন জায়গায় প্লাস্টিকের খেলনা ফেরি করে বিক্রি করতেন। এসময় আহত হয়েছে ৩জন। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত ব্যক্তি উপজেলার রহিমপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের মৃত মাসুম মিয়ার ছেলে। ঘটনাটি রোববার (২৬ফেব্রুয়ারী) বিকাল ৫ টার দিকে ঘটে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জানা যায়, নওশাদ মিয়া প্রতিদিনের মতো রোববার বিকালে প্লাস্টিক খেলনা ক্রয় করতে সিএনজি অটোরিক্সা যোগে শ্রীমঙ্গল রওয়ানা দেন। সিএনজিটি মৃত্তিঙ্গা-ভৈরববাজার সড়কের চা-বাগান এলাকায় গেলে বিপরীতমুখী একটি ডায়না গাড়ি সরাসরি সিএনজিকে আঘাত করে। এসময় সিএনজি উল্টে নওশাদ মিয়াসহ ৪জন আহত হন। স্থানীয়রা গুরুত্ব আহত নওশাদ মিয়াকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান