ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাড়ির পাশের একটি আম গাছ থেকে সিরাজুল ইসলাম আকালু (৫৫) নামে এক টিউবওয়েল মিস্ত্রির ঝুলন্ত মরদের উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী।
সোমবার (১২ আগস্ট) সকালে পৌরশহরের ভান্ডারা এলাকা থেকে তার মরদেহে উদ্ধার করা হয়। আকালু ওই এলাকার মৃত অগনুর ছেলে।
থানা ও পরিবার সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম আকালু দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিলেন। তিনি কাওকে না বলে প্রায় বাড়ি থেকে বের হয়ে যেতেন। গতকাল রোববার রাতে বাড়ির লোকদের অগোচরে কাউকে না জানিয়ে তার নিজ শয়নকক্ষ থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর টের পেয়ে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে। শেষে ভোর রাতে বাড়ীর সামনে একটি আম গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগা অবস্থায় তাকে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে যৌথ উদ্যোগে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, আমরা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে সিরাজুল ইসলাম আকালুর মরদেহ উদ্ধার করেছি। স্থানীয়রা জানায় তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এই নিয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আজ ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৭:১৮ | বুধবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি