আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আজ রোববার (২৬ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনের নৌকার মনোয়ন পেয়েছেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ছিলেন।
এর আগে, গত শনিবার (১৮ নভেম্বর) দুপুরে ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি ফেনী-১ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
প্রসঙ্গত, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম পরশুরাম উপজেলা পৌর এলাকার গুথুমা গ্রামের বীর মুক্তিযোদ্বা মরহুম সালেহ উদ্দিন আহমেদ চৌধুরীর বড় ছেলে। তিনি ১৯৬১ সালে জন্মগ্রহন করেন। ১৯৭৭ সালে শুথুমা খাঁন বাহাদুর আবদুল আজিজ উচ্চ বিদ্যালয় থেকে তিনি এস.এস.সি পাস করেন। ১৯৭৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচ.এস.সি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে যথাক্রমে ১৯৮৫ সালে এবং ১৯৮৭ সালে অনার্স ও এমএ পাশ করেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এরপর বিসিএস পরীক্ষায় পাশ করার পর ভোলা এবং চট্টগ্রামে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগ শাসনামলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার হিসেবে প্রধানমন্ত্রীর সচিবালয়ে দায়িত্ব পালন করেন। এসময় তিনি নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এলাকায় জনপ্রিয়তা অর্জন করেন। অতঃপর তিনি সংসদে বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার পিএস হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
মূলত পারিবারিক ভাবেই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নাসিম পরিবার। চাকরি থেকে অবসরে গিয়ে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম নিজ নামে কলেজ, দাখিল মাদ্রাসা, একটি ডায়াবেটিস হাসপাতালসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। ফেনী ইউনিভার্সিটি প্রতিষ্ঠায় তার রয়েছে অগ্রণী ভূমিকা। তিনি ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। এছাড়াও সালেহ উদ্দিন হোসনে আরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হিসেবে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১:০৩ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি