ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের পর এই আসনটির নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকে মোহাম্মদ আলী আরাফাত। তিনি পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম যিনি হিরো আলম নামে পরিচিত তিনি পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ১১.৫১ শতাংশের মতো। এই নির্বাচনে সর্বমোট ভোট পড়েছে ৩৭ হাজার ৪২০টি। এর মধ্যে ৩৮৩টি ভোট বাতিল বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোমবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে এই উপ-নির্বাচনের ভোটগ্রহণ। ভোটার উপস্থিতি একেবারের কম থাকার কারণে ভোটগ্রহণ অতিরিক্ত সময়ে গড়ায়নি। ফলে চারটার পরপরই শুরু হয় ভোট গণনা। এবার এই আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ব্যালটে।
গত ১৪ই মে ঢাকা-১৭ আসনের সাবেক সাংসদ আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর এই আসনটি শূন্য হয়েছিল।
পরে গত পহেলা জুন নির্বাচন কমিশন এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণার পর সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো।
ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য পদে লড়েছেন মোট আট জন প্রার্থী। তবে এই উপনির্বাচনেও অংশ নেয়নি বিরোধীদল বিএনপি।
গুলশান, বনানী, বারিধারা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে এই আসনটি গঠিত। আসনটির ভোটার সংখ্যা সোয়া তিন লাখের কিছু বেশি। মোট ভোট কেন্দ্র ছিল ১২৫টি।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন