ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কোরবানি ঈদকে সামনে রেখে জিরা, আদা ও কাঁচা মরিচের দাম অস্বাভাবিক ভাবে বাড়ানোর হয়েছিলো। তবে ঈদের ছুটি শেষ হলেও দাম এখনও আগের মতই রয়েছে। প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৯৬০ থেকে ১০০০ টাকা। এক কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা। আর আদা বিক্রি হচ্ছে ৪৫০ টাকা কেজি। এতে চরম বিপাকে পড়েছে উপজেলার নিম্ন আয়ের মানুষ।
পৌর শহরের সবচেয়ে বড় কলেজ হাট ও শিবদিঘি কাঁচা বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৯৬০- ১০০০ টাকা, আদা খুচরা বিক্রি হচ্ছে ৪০০- ৪৪০ টাকা। আর কাঁচা মরিচ ১৮০ থেকে ৩০০ টাকা কেজি। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম। অপরদিকে ঈদের জন্য সিন্ডিকেট করে পরিকল্পিতভাবে এসব নিত্য পণ্যরে দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। তবে কাঁচা বাজারের দোকান গুলোতে কোন মূল্য তালিকা প্রদর্শন করতে দেখা যায়নি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঠাকুরগাঁও জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শেখ শাদী বলেন, আমরা বাজার তদারকি করছি। পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি