প্রকাশ পেয়েছে ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা থালাপাতি বিজয়ের নতুন সিনেমা ‘লিও’র ট্রেলার। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে আসতেই এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে। ট্রেলার মুক্তিকে কেন্দ্র করে সিনেমা হল ভেঙে তছনছ করেছে বিজয়ের ভক্তরা।
এ ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, সিনেমা হলের সামনে ‘বিজয়’ ধ্বনিতে মুখরিত অসংখ্য ভক্ত। প্রেক্ষাগৃহে প্রবেশের জন্য অপেক্ষা করছেন তারা। অন্য একটি ভিডিওতে দেখা যায়, প্রেক্ষাগৃহের অধিকাংশ আসন ভেঙে তছনছ করে দিয়েছে। অনেকে ভাঙা সিটের ওপরে দাঁড়িয়ে ভিডিও করছেন।
এ বিষয়ে বক্স অফিস বিশ্লেষক মনোবালা ভিডিও পোস্ট করে লেখেছেন, ট্রেলার প্রদর্শনীর পর রোহিনি হল ভেঙে দিয়েছে বিজয় ভক্তরা।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘লিও’ সিনেমার ট্রেলারের বিশেষ প্রদর্শনীর আয়োজন করে চেন্নাইয়ের রোহিনি থিয়েটার। বড় পর্দায় ট্রেলার প্রদর্শনীর পর প্রেক্ষাগৃহটি সম্পূর্ণ অগোছালো অবস্থায় পাওয়া যায়। ভেঙে ফেলা হয়েছে হলের সিট। নেটিজেনদের অনেকের অভিযোগ, খুব বাজে আয়োজন ছিল এটি। আয়োজকদের অব্যবস্থাপনার কারণে এমন ঘটনা ঘটেছে।
পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’র তৃতীয় কিস্তি ‘লিও’। ফলে অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’র অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যাবে।
অ্যাকশন থ্রিলারধর্মী ‘লিও’ সিনেমার কাহিনি পারিবারিক একটি গল্পে। যেখানে স্ত্রী-কন্যাকে রক্ষা করতে নানা ধরনের সমস্যার মোকাবিলা করতে হয় বিজয়কে। গল্পে অভিনেতাকে দেখা যাবে একটি চকলেট ফ্যাক্টরি চালাতে। সুখে-শান্তিতে ভালোই কাটে তার সংসার। কিন্তু হঠাৎ ডাকাতরা আক্রমণ করে সেই গ্রামে। শতশত মানুষকে হত্যা করে তারা। এই ডাকাতদের বিরুদ্ধে সিংহপুরুষের মতোই লড়াইয়ে নামেন বিজয়।
২৭৫ কোটি বাজেটের সিনেমাটি আগামী ১৯ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এতে বিজয় ছাড়াও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন প্রমুখ। শোনা যাচ্ছে, ভারতের পাশাপশি বাংলাদেশেও মুক্তি পেতে পারে সিনেমাটি।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম