দ্য কেরালা স্টোরি মুক্তির আগেই শুরু হয়েছিল বিতর্ক। সিনেমা হল থেকে ছবি উঠিয়ে দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন অনেকেই। তবু সবকিছুর উত্তর যেন প্রতিদিনের বক্স অফিসের আয়। আদাহ শর্মা-অভিনীত সোশ্যাল ড্রামা দ্য কেরালা স্টোরি ৮.০৩ কোটি রুপি দিয়ে বক্স অফিসে কেরালা স্টোরি যাত্রা শুরু করেছিল। ছবিটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়াও অর্জন করেছে। সুদীপ্ত সেন পরিচালিত দ্য কেরালা স্টোরি প্রযোজনা করেছেন বিপুল অমৃতলাল শাহ।
মুক্তির দিন শনিবারেই ছবিটি দুই অঙ্কের ঘরে উপার্জন করে মাইলফলক অর্জন করেছে। দ্বিতীয় দিনে, দ্য কেরালা স্টোরি ১১.২২ কোটি রুপি আয় করেছে। দুই দিনের মধ্যে ছবিটি আয় করেছে ১৯.২৫ কোটি রুপি। ছবিটি আজ রবিবারও ১২-১৩ কোটি রুপি আয় করবে বলে আশা করা হচ্ছে।
গতকাল শনিবার আদাহ শর্মা ছবিটি মানুষের ভালোলাগায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন। শর্মা একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, “সকলকে অভ্যর্থনা। মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের চলচ্চিত্র দ্য কেরালা স্টোরি’র নাম উল্লেখ করেছেন। সমালোচক এবং দর্শকরা আমার অভিনয়ের প্রশংসা করছেন। আপনাদের অনেকের কাছ থেকে হাউসফুল বার্তা পেয়েছি। সবমিলিয়ে বাম্পার উদ্বোধন। স্বপ্নপূরণ মনে হচ্ছে।”
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আদাহ শর্মা আরও বলেছেন, যে তাঁর সমস্ত স্বপ্ন সত্যি হচ্ছে। তিনি দর্শকদের আরও একটি অংশকেও পরামর্শ দিয়েছিলেন, যারা বিশ্বাস করে যে ছবিটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারি করা হয়েছে। তাদের উদ্দেশে আদাহ লিখেছেন, “কিছু মানুষ যারা এখনওদ্য কেরালা স্টোরি কে একটি প্রোপাগান্ডা ছবি বলছেন। আমার বিনীত অনুরোধ, গুগলে দুটি শব্দ আইএসআইএস এবং ব্রাইডস। শব্দ দুটির সঙ্গে পরিচিত হোন। তাহলেই বুঝবেন আমাদের ভারতীয় সিনেমা কতটা বাস্তব।”
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি