জনপ্রিয় আইপিএল টুর্নামেন্টের ১৬তম আসরের হাইভোল্টেজ ফাইনালে গুজরাট টাইটানসকে হারিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ‘ক্যাপ্টেন কুল’ ধোনির চেন্নাই সুপার কিংস। তবে এত আনন্দ, উৎসব, আবেগের মধ্যেও সবার মাঝে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল, এবার কি বিদায় বলবেন ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনি? পুরস্কার বিতরণের সময় ধোনির অবসরের প্রশ্নটা সরাসরি করতে গিয়ে কিছুটা ইতস্তত বোধই করছিলেন হর্ষ ভোগলে। তবে জবাবে সোজাসাপ্টা উত্তরই দিলেন ক্যাপ্টেন কুল, বললেন-একটা উত্তর খুঁজছ, তাই তো? আমার অবসর নিয়ে। যদি বাস্তব দেখি, এটাই অবসর নেওয়ার সেরা সময়। এখান থেকে ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানাতেই পারি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধোনি আরো বলেন, কিন্তু গত কয়েক মাস জুড়ে গোটা দেশ জুড়ে যে ভালোবাসা পেয়েছি, তা ভোলার নয়। হৃদয়ের খুব কাছের। তবে আমার কাছে এ সুখের থেকে কঠিন চ্যালেঞ্জ হল আগামী ৯ মাস পরিশ্রম করে আরও একটা আইপিএল খেলার চেষ্টা করা। এখনও ৬ থেকে ৭ মাস রয়েছে, আমার কাছে ভাবার জন্য। শরীর জন্য এটা সহজ হবে না জেনেও, আমার তরফ থেকে এটাই সমর্থকদের ভালোবাসার উপহার, প্রতিদান।
তিনি আরও বলেন, জেতার পর ডাগ-আউট যে কিছুক্ষণ মাথা নিচু করে বসেছিলাম, সেই সময় বুঝতে পেরেছিলাম আমাকে এটা উপভোগ করতে হবে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি