মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রোববার (২৯ জানুয়ারী) দিনব্যাপী রাজশাহী সফরে ৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশন (আরসিসি) গত কয়েক বছরে নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রায় ২৯৫ দশমিক ৬০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে।
প্রধানমন্ত্রী প্রায় ৩৭৬.২৮ কোটি টাকা আনুমানিক ব্যয়ের ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি প্রায় প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার মোট ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজশাহী সফরে শেখ হাসিনা রাজশাহী মহানগরীর সড়ক, ফ্লাইওভারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও জেলার বিভিন্ন উপজেলার সড়ক ও ভবন উদ্বোধন করবেন। এই ২৫টি প্রকল্পে ব্যয় হয়েছে ১ হাজার ৩১৬ কোটি টাকার বেশি।
দীর্ঘ পাঁচবছর পর রোববার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে দলীয় জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতির। এর আগে সবশেষ ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই মাঠেই নির্বাচনী জনসভায় ভাষণ দেন তিনি।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান