‘বেবি ড্রাইভার’ সিনেমার তারকা হাডসন জোসেফ মিক ভয়াবহ দুর্ঘটনায় মাত্র ১৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন। নিউইয়র্ক টাইমস এর প্রতিবেদন থেকে জানা যায় যুক্তরাষ্টের আলাবামার ভেস্তাভিয়া হিলসে একটি চলন্ত গাড়ি থেকে পড়ে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন এই হলিউড অভিনেতা। এই দুর্ঘটনা ঘটে ১৯ ডিসেম্বর সন্ধ্যায়। অভিনেতার পরিবারের পক্ষ থেকে একটি শোক বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
‘বেবি ড্রাইভার’ সিনেমার মাধ্যমে পরিচিত পাওয়া এই কিশোর অভিনেতা চলন্ত গাড়ি থেকে পড়ে যান। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। শরীরে বেশ কিছু জায়গায় আঘাত পান তিনি তবে মাথায় গুরুতর আঘাত লাগে। পরে ২১ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। যুক্তরাষ্ট্রের ভেস্তাভিয়া হিলস পুলিশ তরুণ অভিনেতার মৃত্যুর তদন্ত করছে।
হাডসনের মা লানি ওয়েলস মিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন বার্তায় লেখেন, আমাদের হৃদয় ভেঙে গেছে এই শোক জানাতে যে আজ রাতে হাডসন মিক যিশুর কাছে চলে গেছেন। তার ১৬ বছরের জীবন খুবই সংক্ষিপ্ত ছিল, কিন্তু তিনি এই সময়ে অসাধারণ সব অর্জন করেছেন এবং সকলের জীবনে গভীর প্রভাব ফেলেছেন।
এদিকে ওই শোকবার্তায় উল্লেখ করা হয়েছে হাডসন তার দেহদান করে গিয়েছিলেন। যে রোগীদের শরীরের বিভিন্ন অংশ নষ্ট হয়ে যায়, তারা দান করা এসব প্রত্যঙ্গ ব্যবহারের মাধ্যমে পুনরায় সুস্থ হয়ে উঠতে পারেন। এই বিষয়টি ভাবিয়েছিল হাডসনকে তাই তার পরিবার গর্বিত তার মরণোত্তর দেহদানের বিষয়টি নিয়ে।
অন্যদিকে, অভিনেতা হাডসন বিভিন্ন বিখ্যাত চলচ্চিত্র এবং টেলিভিশন শোতে কাজ করেছেন। তার অভিনীত কিছু সিনেমা আগামী ২০২৫ সালে মুক্তি পেতে যাচ্ছে।
আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩৪ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি