বর্তমানে দেশে ব্যয়যোগ্য (নিট) রিজার্ভ এর পরিমাণ ১৬ দশমিক ৩ বিলিয়ন ডলার রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবারই প্রথম বাংলাদেশ ব্যাংক নিট আন্তর্জাতিক রিজার্ভের (এনআইআর) হিসাব প্রকাশ করল।
আজ মঙ্গলবার (২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য গনমাধ্যমে জানান।
মো. মেজবাউল হক জানান, দেশের বর্তমান গ্রস রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৮১ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২১ দশমিক ৮৩ বিলিয়ন ডলার (বিপিএম৬) এবং নিট আন্তর্জাতিক রিজার্ভের (এনআইআর) পরিমাণ ১৬ দশমিক ৩ বিলিয়ন ডলার।
প্রসঙ্গত, এতদিন ধরে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ গ্রস এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুসারে রিজার্ভের তথ্য প্রকাশ করতো। আজই প্রথমবারের মতো নিট রিজার্ভের হিসাব প্রকাশ করলো তারা।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৬:১২ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি