২০২৩ এশিয়া কাপের অনিশ্চয়তা অক্টোবরে শুরু হয়েছিল যখন এসিসি সভাপতি ও বিসিসিআই সেক্রেটারি, জয় শাহ বলেছিলেন যে এটি একটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। কারণ ভারত পাকিস্তানে যেতে পারবে না। গতকালের এসিসির সভা শেষে ইএসপিএন ক্রিকইনফোর প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়া জানিয়েছে পিসিবি।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নির্বাহী বোর্ড সভা শেষে ইএসপিএনক্রিকইনফো বুঝতে পারে যে, পিসিবি প্রধান নাজাম শেঠি জয় শাহকে বলেছিলেন যে ভারত যদি পাকিস্তানে না খেলে, পাকিস্তান ২০২৩ আইসিসি বিশ্বকাপে ভারতে না খেলার কথা বিবেচনা করবে।
ক্রিকইনফোতে প্রকাশিত এই সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতি দিয়ে তারা প্রতিক্রিয়া জানিয়েছে,‘২০২৩ সালের মার্চে স্থগিত এশিয়া কাপ ভেন্যু সংক্রান্ত সিদ্ধান্তের শিরোনামে ক্রিকইনফো প্রতিবেদনে বলেছে: ” এসিসি সদস্যদের তাদের দল পাকিস্তানে ভ্রমণ করতে পারবে কিনা সে বিষয়ে তাদের নিজস্ব সরকারের অবস্থান জানতে চাওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।”
পিসিবি স্পষ্ট করতে চায় যে বৈঠকে এই ধরনের কোনও বিষয় উত্থাপিত হয়নি, বা কোনও সদস্য পাকিস্তানে খেলার জন্য সরকারী ছাড়পত্র নেওয়ার কোনও ইঙ্গিত দেয়নি। শ্রীলঙ্কা ২০১৭ এবং ২০১৯ সালে পাকিস্তান সফর করেছে, যেখানে বাংলাদেশ ২০২০ সালে পাকিস্তান সফর করেছে। ২০২৩-২০২৭ ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি), যা সমস্ত আইসিসি সদস্যদের দ্বারা সম্মত এবং ঘোষণা করা হয়েছে, আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা তাদের পাকিস্তান সফর নিশ্চিত করেছে।’
পাকিস্তান এশিয়া কাপ ২০২৩ আয়োজন করবে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নির্বাহী বোর্ড সভা শেষে এসিসির বিজ্ঞপ্তি, ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মার্চের সভায়।