ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। পাওয়ার প্লের তৃতীয় ওভারে ডেভিড ম্যালানকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ। এরপর প্রথম ছয় ওভারে আর উইকেট হারায়নি ইংলিশরা। তবে বোলিংয়ে এসেই উইকেট তুলে নেন সাকিব আল হাসান। ফলে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়েছে জস বাটলারের দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার ২ বলে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটের বিনিময়ে ৫০ রান। মালান ৫ রান করে বিদায়ের পর ফিল সল্ট ২৫ রান করে সাজঘরে ফিরেছেন। মঈন আলী ১৩ রানে অপরাজিত থেকে ব্যাট করছেন। তার সঙ্গী হিসেবে এসেছেন অধিনায়ক বাটলার।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ (১২ মার্চ) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ইংল্যান্ডের ব্যাটিংয়ে আজ ওপেন করতে নামেননি অধিনায়ক জস বাটলার। সর্বশেষ ২০১৮ সালে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ওপেনিং করেননি তিনি।
তার বদলে ফিল সল্টের সঙ্গে ব্যাটিং উদ্বোধনীতে আসেন ডেভিড মালান। প্রথম ওভারে তাসকিন আহমেদ মোটে ১০ রান দিয়ে দেন। তবে নিজের দ্বিতীয় ওভারে মালানের উইকেট তুলে নেন দেশসেরা এই পেসার। তার অফস্টাম্পের বাইরের বলে স্ল্যাশ করতে গিয়ে থার্ডম্যানে থাকা হাসান মাহমুদের হাতে ক্যাচ তুলে দেন বাহাতি এই ব্যাটার। তাতে ১৬ রানেই প্রথম উইকেট হারিয়েছে ইংল্যান্ড।
এরপর ডানহাতি বাঁহাতি কম্বিনেশন ধরে রাখতে তিনে ব্যাট করতে নামেন অলরাউন্ডার মঈন আলী। সল্টের সঙ্গে পাওয়ার প্লেতে দলের রান পঞ্চাশও ছাড়িয়ে নিয়ে যান তিনি। তবে সপ্তম ওভারে বোলিংয়ে এসে দ্বিতীয় বলেই নিজের ক্যাচ বানিয়ে সল্টের উইকেট তুলে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বোলিংয়ে বাংলাদেশের হয়ে ৩ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন তাসকিন। আর এখন পর্যন্ত দুই বলে কোনো রান না দিয়ে সাকিবের শিকার ১ উইকেট।