আজ ৩ মার্চ। এই দিনে শাজাহানপুরের দেলোয়ার হেসেন সাঈদীকে চাঁদে দেখা যাচ্ছে এমন গুজব ছড়ানো হয় বগুড়া শাজাহানপুরে। যেখানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে।যারা সবাই ছিলো সাধারণ লোকজন।পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পুলিশ কাঁদানে গ্যাস টিআরসেল সহ গুলি বর্ষণ করেন। পুলিশের গুলিতে শাজাহানপুরে নিহত হন ৪ জন আহত হন শতাধিকের বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠে নামে।
এ ঘটনায় শাজাহানপুর জামায়াতের নেতা কর্মীদের প্রতি ৯ মামলা ৭২৩ জনের নাম উল্লেখ সহ প্রায় ২২ হাজার অজ্ঞাত লোকের নামে চার্রশিট করেন শাজাহানপুর থানা পুলিশ। সর্বশেষ তথ্য অনুযায়ী মামলাগুলো স্বাক্ষী পর্যায়ে আছে।
ঘটনার অন্তরালে লুকিয়ে থাকে ঘটনা। জামায়াতে নেতা কর্মীদের দাবী জামায়াতে ইসলামীর মান ক্ষুন্ন করতে তৎকালীন সরকার দলের লোকজন এমন গুজব ছড়িয়েছে বলে জানিয়েছেন। সাধারণ লোকজন রাস্তায় নামলে তার দ্বায়ভার জামায়াতকে বহন করতে হচ্ছে বলেন জানান তৃণমূল নেতাকর্মীরা। তৎকালীন ঐ ঘটনায় রাস্তায় নেমে এসেছিলো আওয়ামীলীগের ও নেতাকর্মীরা।
ঘটনার ১১ টি বছর ধরে মিথ্যা মামলায় জামায়াতের নেতাকর্মীকে হয়রানি করা হচ্ছে এমন দাবী জামায়াতের। তৎকালীন সময়ে যুদ্ধে অপরাধী মামলার রায়ের প্রতিবাদে জামায়াতে হরতাল চলছিলো। দেলওয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা যাচ্ছে এমন গুজব কে ছড়িয়েছে তা তদন্ত না করেই সম্পূর্ন দায়ভার জামায়াতকে দেওয়া হয়।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৮:২৩ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি