শেখ হাসিনার সরকার পতনের পর আজ মঙ্গলবার (৬ আগস্ট) ভোর থেকে আবারও সংসদ ভবনে উৎসুক জনতার ভিড়। তবে তাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে সরিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা।
গতকাল সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরে দুপুরে সংসদ ভবনে ঢুকে পড়ে হাজারও মানুষ। সেইসময় থেকেই নিরপত্তাহীন সংসদ ভবন। এই সুযোগে, উৎসুক জনতা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবনের বিভিন্ন স্থানে ঢুকে পড়ে। ছবি তোলার হিড়িক পড়ে। ভাঙচুরের পাশাপাশি চলে লুটপাট।
গতকাল দুর্বৃত্তরা সংসদ ভবনের ভেতরে ঢুকে সব তছনছ করে। গুরুত্বপূর্ণ নথি এবং আসবাবপত্র নষ্ট করে। এছাড়া অধিবেশন কক্ষে ঢুকে তাণ্ডব চালায়। পাশাপাশি উৎসাহী জনতাও ঢুকে পড়ে সংসদ ভবনের বিভিন্ন স্থানে।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৬ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি