২০১৬ সালের পর এই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ আসছে ইংল্যান্ড। সীমিত ওভারের সিরিজটি হবে ঢাকা ও চট্টগ্রাম ভেনুতে। ২০২৩ সালের ১ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে উভয়দল। বিসিবি নিশ্চিত করার পর গতকাল এ সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১ মার্চ মিরপুরে প্রথম ওয়ানডের পর পরের ম্যাচটি হবে ৩ মার্চ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ৬ মার্চ। ৯ মার্চ শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। প্রথমটি হবে সাগরিকাতেই। ১২ ও ১৪ মার্চ টি-২০ সিরিজের বাকি দু’টি ম্যাচ হবে মিরপুরে।
তবে ওয়ানডে সিরিজের আগে ইংল্যান্ড দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে। যদিও সে দু’টি ম্যাচের সূচি নিশ্চিত করা হয়নি।
২০১৬ সালে সর্বশেষ সফরে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। সেবার টেস্ট সিরিজ ড্র হয়েছিল ১-১ ব্যবধানে, তবে এবার কিন্তু টেস্ট ম্যাচ নেই, আছে টি-২০।