এস. এস. সি. পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ডিআর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ্ হারুন, সাহেবের এর সহর্ধমিণী রোটারিয়ান সাদিয়া সাবরিন হারুন পি, এইচ, এফের ব্যক্তিগত উদ্যোগে এই ল্যাপটপ বিতরণ করা হয়।
রোটারিয়ান সাদিয়া সাবরিন হারুন পি, এইচ, এফের সভাপতিত্বে ও বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: নাজমুল হুদা, উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ আলাউদ্দীন ভূঞা জনীর সহর্ধমিণী ইসরাত নাদিয়া সুলতানা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার, বিশিষ্ট শিল্পপতি তারেক আবদুল্লাহ।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শাহেদ, মুরাদনগর ইউ,পি চেয়ারম্যান কাজী তুফরীজএটন, ধামঘর ইউ,পি চেয়ারম্যান আব্দুল কাদের, নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান ভি,পি জাকির হোসেন রামচন্দ্রপুর দক্ষিণ ইউ,পি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এনামুল হক, মুরাদনগর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা কামরুজ্জামান তালুকদার প্রমুখ।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান