মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে ৭ দিনব্যাপী তাঁত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। মণিপুরী ললিতকলা একাডেমির ২০২২-২৩ অর্থ বছরের বিভিন্ন প্রশিক্ষন কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (৩০ মে) বিকালে প্রশিক্ষণ শুরুর উদ্বোধন করা হয়।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মৌলভীবাজার মণিপুরী ললিতকলা একাডেমির অতিঃ দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মণিপুরী সহ বিভিন্ন নৃগোষ্ঠীর ২৫ জন তাঁতীদের অংশগ্রহণে তাঁত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
প্রধান অতিথি মণিপুরী নৃত্য সহ তাঁতবস্ত্রের প্রসংসা করে বলেন, মণিপুরী তাঁতবস্ত্র দেশে-বিদেশে খুবই জনপ্রিয়। তাঁতীদের প্রশিক্ষণের গুরুত্ব আরোপ করে সহযোগিতার আশ্বাস প্রদান করেন ও সকল নৃগোষ্ঠীসহ শিশু কিশোরদের সাংস্কৃতিক চর্চা ও বিকাশে মণিপুরী ললিতকলা একাডেমিতে অংশগ্রহণে বিশেষ ভুমিকা রাখবে বলে মনে করেন জেলা প্রশাসক।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি