দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আজ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, এই দ্বীপরাষ্ট্রের রাজধানী পোর্ট ভিলার কাছে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৭ কিলোমিটার (২৩ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে পোর্ট ভিলার একটি ভবনের জানালা এবং কংক্রিটের পিলার ধসে পড়তে দেখা গেছে। তবে প্রাথমিকভাবে আহত বা মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।
হনলুলুতে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সাগরে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছে এবং এই অঞ্চলে উপকূলরেখার জন্য সতর্কতা জারি করা হয়েছে। তারা আরো জানিয়েছে, ফিজি, কেরমাডেক দ্বীপপুঞ্জ, কিরিবাতি, নিউ ক্যালেডোনিয়া, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ, টুভালু এবং ওয়ালিস এবং ফুটুনাসহ পার্শ্ববর্তী দ্বীপগুলিতে সাগরে সৃষ্ট ঢেউ পৌঁছতে পারে।
এদিকে অস্ট্রেলিয়ান ব্যুরো অফ মেটিওরোলজি জানিয়েছে, দেশটিতে সুনামির কোনো সর্তকতা দেওয়া হয়নি। নিউজিল্যান্ডের কর্তৃপক্ষও জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই।
সূত্র: আল-জাজিরা।
আজ ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৫২ | বুধবার
ডিবিএন/এসই/ এমআরবি