ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে বুধবার (৩১ জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। “ভরব মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিষদ চত্বরে বেলুন উড়ানো শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বর পুকুরে বিভিন্ন জাতের মাছের চারা অবমুক্ত করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান, ইউএনও, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ হাসান আলী নবাব, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, বিশিষ্ট মৎস্য চাষী, এ জেড আবু সুলতান ও আনোয়ারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য অফিসার আব্দুল জলিল। এছাড়াও অনুষ্ঠানে বিভন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, মৎস্যচাষী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে ৩ জন মৎস্য চাষীকে বিশেষ অবদানের জন্য পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৩৬ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি