কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫ টি ভারতীয় গরু এবং ৩২০ প্যাকেট ভারতীয় জিরা সহ দুই চোরাকারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত এলাকার এক বাড়ীতে অভিযান চালিয়ে জিরা সহ এক চোরাকারবারি এবং ভুরিয়ারকুটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গরু সহ আরেক চোরাকারবারিকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত এলাকার মনির হোসেনের ছেলে জিরা চোরাকারবারি গোলাম মোস্তফা এবং শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীরকুটি সীমান্ত এলাকার নুর ইসলামের ছেলে গরু চোরাকারবারি হাফিজুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এস আই শাহানুর ও এস আই রকিবের নেতৃত্বে দুই দল পুলিশ উপজেলার কাশিপুর ইউনিয়নের ভেল্লিরতল সীমান্ত ও শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীর কুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়রুস্তম । এসময় ভেল্লিরতর সীমান্ত এলাকার গোলাম মোস্তফার বাড়ী থেকে ১১ টি বস্তায় মোট ৩২০ প্যাকেট ভারতীয় জিরা উদ্ধার করে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধার জিরা গুলোর আনুমানিক মুল্য আড়াই লাখ টাকা। জিরা আটকের খবর পেয়ে পার্শ্ববর্তী অনন্তপুর ক্যাম্পের বিজিবি’র সদস্যরা ঘটনাস্থলে আসেন।
অন্যদিকে শিমুলবাড়ী ইউনিয়নের নন্দীর কুটি সীমান্ত দিয়ে ভারত থেকে গরু এনে বাড়ীতে লুকিয়ে রাখায় চোরাকারবারি হাফিজুল ইসলামকে ৫ টি ভারতীয় গরুসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আটক গরু ৫ টির আনুমানিক মুল্য দুই লাখ টাকা।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, চোরাচালান আইনে মামলা দায়ের করে আটক চোরাকারবারীদের জেল হাজতে, উদ্ধারকৃত গরু ও জিরা গুলো কাস্টমসে জমা করা হবে।
আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:১৫ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি