“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন (অনাবাসিক) এবং গবাদিপশু, হাঁস- মুরগী পালন প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক (আবাসিক) প্রশিক্ষন কোর্সের উদ্ধোধনী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে যুব উন্নয়ন অধিদপ্তর নেত্রকোণার আয়োজনে উপ-পরিচালক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে যুব ভবনের হলরুমে এ উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নেত্রকোণা মোঃ মনির হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অরুনাভ দেবনাথ ডেপুটি কো-অডিনেটর যুব প্রশিক্ষন কেন্দ্র নেত্রকোণা।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক ডাঃ জুবায়েদুর ইসলাম, কম্পিউটার প্রশিক্ষক এস.এম শহীদুল্লাহ, মৎস্য প্রশিক্ষক এমদাদুল হক, মোঃ ইয়াছির আরাফাতসহ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান