গতকাল বুধবার (১০ জানুয়ারি) শপথ বাক্য পাঠ করেছেন দ্বাদশ জাতীয় সংসদে ১৭, (লালমনিরহাট-২) কালীগঞ্জ- আদিতমারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ।
এদিন সকালে শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথবাক্য পাঠ করান। এর আগে সংবিধান অনুযায়ী স্পিকার নিজে নিজেই শপথ গ্রহণ করেন।
শপথ নিতে এদিন সকাল থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেন। সংসদ ভবনের ১২ নম্বর গেট দিয়ে তারা ভেতরে প্রবেশ করেন। স্পিকার শপথ কক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে।
শপথ গ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর সচিবের দপ্তরে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৮:০৯ | রবিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি