জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা গতকাল বুধবার (১৫ নভেম্বর) রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে আজ বৃহস্পতিবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।
এ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনক হাসান।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলের দিকে অভিনেতা রওনক হাসান জানান, বুধবার মধ্যরাতে রাজারবাগে নিজ বাসায় হঠাৎ অসুস্থ বোধ করলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় তানজিন তিশাকে। পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয় তাকে। এখন সুস্থ হয়ে বাসা ফিরে গেছেন তিনি (তানজিন তিশা)। তার প্রতি আপনাদের সবার এই আবেগ, উৎকণ্ঠা ও প্রার্থনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এদিকে জানা যায়, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তিশার। তবে কিছুদিন ধরে ঝামেলা চলছিল তাদের মধ্যে। বুধবার রাতে তিশা নিজের রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরেই ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৭:১৪ | সোমবার
ডিবিএন/এসই/এমআরবি