রংপুরের গঙ্গাচড়া উপজেলার আসাদুজ্জামান বাবলু মাত্র ২৫ বছর বয়সে প্রথম গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এরপর উপজেলা চেয়ারম্যান। তিনি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এখন রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য।
এবার রংপুর-১ আসনের (গঙ্গাচড়া- রসিক আংশিক) দুই হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাজিমাত করছেন আসাদুজ্জামান বাবলু। সংসদ সদস্য হিসেবে গত বুধবার শপথ নিয়েছেন তিনি।
স্বাধীনতার পর রংপুর-১ আসন থেকে ১৯৭৩ সালে আওয়ামী লীগ, এরপর দুবার বিএনপি ও টানা ৮ বার জাতীয় পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র ১৯৮৬ সালের নির্বাচনে স্থানীয় প্রার্থী হিসেবে জাতীয় পার্টির ময়েন উদ্দিন সরকার নির্বাচিত হয়েছিলেন।
দীর্ঘ ৩৮ বছর পর গঙ্গাচড়ার আলো হাওয়ায় বেড়ে ওঠা কেউ সংসদে পা রাখায় উচ্ছ্বাসের শেষ নেই স্থানীয়দের।
গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের ধামুর এলাকার বাসিন্দা আসাদুজ্জামান বাবলু স্নাতক পাস। তিনি পেশায় একজন ব্যবসায়ী। ২০১১ সালে মাত্র ২৫ বছর বয়সে গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন বাবলু। এর মাত্র তিন বছরের মাথায় ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান পদে জয়লাভ করেন। একই সঙ্গে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তরুণ এ নেতা। দায়িত্ব পাওয়ার পর গঙ্গাচড়ার ৯টি ইউনিয়নে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনকে শক্তিশালী করেন।
এরপর রংপুর-১ আসনের মানুষের ভাগ্য পরিবর্তনে বড় পরিসরে কাজ করার পরিকল্পনা নেন। সাড়ে ৪ বছরের মাথায় ২০১৮ তিনি উপজেলা পরিষদ থেকে পদত্যাগ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। তখন পদত্যাগ গ্রহন না হওয়ায় তার মনোনয়ন বাতিল হয়। পরে তিনি আর উপজেলা নির্বাচন না করে অপেক্ষা করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে আটঘাট বেঁধে নেমে পড়েন আসাদুজ্জামান বাবলু।
নবনির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু বলেন, রংপুর-১আসনের মানুষের ভালোবাসায় অভিভূত।ভোটারদের প্রতি কৃতজ্ঞ। তারা বিগত দিনেও পবিত্র ভোট দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তাদের ভাগ্যের উন্নয়নের জন্য এবার সংসদে পাঠিয়েছেন। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি চাই রংপুর-১ আসনের মানুষ ভালো থাকুক, তিস্তার ভাঙন থেকে রক্ষা পাক, স্বাস্থ্যসেবা নিশ্চিত হোক ও সবাই সুশিক্ষিত হোক। বেকারদের কর্মসংস্থান করতে চাই, মাদকমুক্ত এলাকা গড়তে চাই।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৫৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি