ভারতের উত্তরপ্রদেশে একটি গুদামের ছাদ ধসে প্রাণ হারালেন অন্তত ১৪ জন। গত শনিবার (১৮ মার্চ) এই দুর্ঘটনার পর ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। খবর ইন্ডিয়ান এক্সপেসের।
পুলিশের বিবৃতি অনুসারে, সম্বাল শহরের একটি হিমাগারে হয় এ দুর্ঘটনা। সেসময় ভেতরে কাজ করছিলেন শ্রমিকরা। বেলা সাড়ে ১১টা নাগাদ হঠাৎ-ই মাথার উপর ধসে পড়ে ছাদ। ঘটনাস্থলেই প্রাণ হারান কর্মরত শ্রমিকরা। বাকিদের ধ্বসংস্তূপ থেকে টেনে বের করেন স্থানীয়রা। তাদের মধ্যে মারাত্মক আঘাত নিয়ে ১৪ জন হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে, চারজনের অবস্থা সংকটাপন্ন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উদ্ধার অভিযানে, ফায়ার ব্রিগেডের পাশাপাশি যোগ দিয়েছে জাতীয় ও রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী। প্রত্যেক নিহতের পরিবারের জন্য ২ লাখ রূপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন, রাজ্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন