আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই ৭০ হাজার সরকারি কর্মচারীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন। আগামী কয়েক মাসের মধ্যে এ ছাঁটাই শুরু হতে পারে। গত মঙ্গলবার (২৬ মার্চ) বুয়েন্স আয়ার্সে একটি অনুষ্ঠানে দেওয়া ভাষণে মাইলি এমনটি জানান। রাষ্ট্রীয় ব্যয় কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনা বেশ কয়েক বছর ধরে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত বছর দেশটির বার্ষিক মুদ্রাস্ফীতি ছিল ২১১ দশমিক ৪ শতাংশ।
এ অবস্থায় আর্জেন্টিার নতুন প্রেসিডেন্ট কেবল সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করাই নয়, ব্যয় সংকোচনে প্রাদেশিক সরকারগুলোর কেন্দ্রীয় বরাদ্দও কমিয়ে দিয়েছেন। একই সঙ্গে সারা দেশে অন্তত ২০ হাজার সমাজকল্যাণমূলক পরিকল্পনা বাতিল করেছেন। প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেইর মতে, এসব বরাদ্দ দুর্নীতিতে পরিপূর্ণ।
যেকোনো মূল্যে এ বছরের মধ্যে আর্জেন্টিনার অর্থনৈতিক বাজেটে ভারসাম্য আনতে চান মিলেই। মঙ্গলবার রাজধানী বুয়েন্স আয়ার্সে প্রায় ঘণ্টাব্যাপী ভাষণে নানা পরিকল্পনার কথা জানান আর্জেন্টাইন প্রেসিডেন্ট।
আর্জেন্টিনায় সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় ৩৫ লাখ। এর মধ্যে ৭০ হাজার ছাঁটাই করা হলে তা হবে খুবই সামান্য। এরপরও, এসব কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাস্তবায়নে যথেষ্ট চাপ সামলাতে হবে আর্জেন্টাইন প্রেসিডেন্টকে। সরকার চাকরি ছাঁটাইয়ের পরিকল্পনা জানানোর পর আন্দোলনে নেমেছে দেশটির শক্তিশালী শ্রমিক ইউনিয়নগুলো।
গত বছরের নভেম্বরে আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ডানপন্থী উদারবাদী রাজনীতিবিদ হ্যাভিয়ার মিলেই। নির্বাচিত হওয়ার পরপরই হ্যাভিয়ার মিলেই আর্জেন্টিনায় নতুন রাজনৈতিক যুগের সূচনার ঘোষণা দেন তিনি।
সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, আর্জেন্টাইনরা অর্থনীতির ভবিষ্যত সম্পর্কে আগের তুলনায় আরও বেশি আশাবাদী। নতুন প্রেসিডেন্টের কঠোর পদক্ষেপ সত্ত্বেও সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম