আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে টস হেরে বোলিংয়ে নেমে প্রথম সেশনটা ভালোই কাটিয়েছে বাংলাদেশ। প্রথম সেশনে ৬৫ রানে আয়ারল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়েছে টাইগার বোলাররা।
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দারুণ শুরু করেছে বাংলাদেশ। দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। শরিফুল ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মুরারি কামিন্স। ১০ বল মোকাবিলা করে ৫ রান করতে সমর্থ হন তিনি।
শরিফুলের পর বল হাতে নিয়েই উইকেটের দেখা পেয়েছেন এবাদত হোসেনও। ব্যক্তিগত দ্বিতীয় ওভার করতে এসে তিনি আউট করেন জেমস ম্যাককলামকে। এবাদতের আউট সুইঙ্গার ম্যাককলামের ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়ে। শান্ত অবশ্য প্রথম সুযোগেই বল হাতে জমাতে পারেননি। কয়েকবার জাগলিং করে বল নিজের নিয়ন্ত্রণে নেন এই বাঁহাতি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তৃতীয় উইকেট তুলে নেন তাইজুল। আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে এলবিডব্লিউ করেন বাঁহাতি এই স্পিনার। আউট হওয়ার পর অবশ্য রিভিউ নিয়েছিল আয়ারল্যান্ড অধিনায়ক। তবে তাতে কোনো লাভ হয়নি। ৫০ বলে ১৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
এদিকে বাংলাদেশ এই ম্যাচে ৬ বোলার নিয়ে মাঠে নেমেছে। যদিও টাইগার অধিনায়ক সাকিব এখনও বোলিংয়ে আসেননি। আর এই ম্যাচে আয়ারল্যান্ড দলে ৬ জনের অভিষেক হয়েছে। যাদের মধ্যে একজনের প্রথম শ্রেণীর ম্যাচ খেলারই অভিজ্ঞতা নেই। আয়ারল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয়েছে; মারে কমিন্স, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, হোয়াইট, লরকান টাকার, গ্রাহাম হিউম ও বেন হোয়াইটের।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন