গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে নীলফামারী জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ভেলসিপাড়া মোলানি নামক স্থানে রেললাইনের ব্রিজের নিচে পানি থেকে শান্ত ইসলাম (২৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শান্ত ইসলাম সৈয়দপুর পৌরসভার হাত্তিখানা এলাকার হেলাল উদ্দিনের ছেলে বলে জানা যায়।
নিহত শান্ত ইসলামের মা বিউুট বেগম মরদেহটি তার ছেলে শান্ত ইসলামের নিশ্চিত করে জানান, গত সোমবার রাতে চিলাহাটি থেকে নীলসাগর ট্রেনে ছেলেসহ ছেলের শশুর বাড়ি হতে সৈয়দপুরে নিজের বাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিলাম। ট্রেনটি ডোমার স্টেশনে আসলে আমার ছেলে টয়লেটে যাবার কথা বলে সিট থেকে উঠে যায় । পরে তাকে অনেক খুজাখুজি করেও পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে লোক মারফত খবর পেয়ে থানায় এসে দেখি মরদেহটি আমার ছেলে শান্ত ইসলামের।
ডোমার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলামের সাথে মুঠোফোন কথা বললে তিনি জানান, শান্তুর মা জাবনবন্দীতে জানান তার মায়ের সন্দেহ তার ছেলে আত্মহত্যা করেছে ট্রেন থেকে লাফ দিয়ে। কারণ শান্তর মা জানান তার ছেলে ট্রেনে ওঠার পর থেকেই ট্রেন থেকে লাফ দিবে লাফ দিবে বলছিলেন। তিনি জানান তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতা ভুগছিলেন। ওসি সাহেব জানান , আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১০ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি