পিএসজির সঙ্গে লিওনেল মেসির দুই বছরের চুক্তিটা শেষের পথে। চলতি মৌসুম শেষ হলেই ফরাসি জায়ান্টদের সঙ্গে চুক্তিটাও শেষ হয়ে যাবে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর। ঠিক এই সময়ে এসে নতুন গুঞ্জন মেলেছে ডালপালা। আর্জেন্টাইন মহাতারকা পিএসজির সঙ্গে চুক্তিটা নাকি নবায়নই করতে চাইছেন না!
সোমবার রাতে বোমাটা ফাটিয়েছেন স্প্যানিশ সাংবাদিক জেরার্ড রোমেরো। তিনি প্রথমে জানিয়েছিলেন, ‘পিএসজির সঙ্গে মেসির চুক্তি নবায়ন নিশ্চিত নয়। দলটির সঙ্গে নতুন চুক্তি না-ও করতে পারেন তিনি।’ যদিও তিনি এরপরই জানিয়েছেন, ‘এখন পর্যন্ত পরিস্থিতিটা এমনই, পিএসজির সঙ্গে চুক্তিটা নবায়ন করতে চাইছেন না মেসি।’
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এরপর থেকেই শুরু নানা গুঞ্জন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ই কি তার মনোভাব বদলে দিয়েছে, মেসির পরবর্তী গন্তব্য কোথায় হবে, মেসি কি তবে বার্সেলোনাতেই ফিরবেন? এমন জল্পনা-কল্পনাও শুরু হয়ে গিয়েছিল।
✪ আরও পড়ুন: মেসির সেই আইনজীবীকে নিয়োগ দিলেন আলভেজ
নেইমারকে আসছে গ্রীষ্মকালীন দলবদলে ছেড়ে দেওয়ার একটা গুঞ্জন আছে পিএসজির। সঙ্গে কিলিয়ান এমবাপেকে ক্লাবের সর্বেসর্বা বানিয়ে দেওয়া নিয়েও আলোচনা হয়েছে-হচ্ছে ইউরোপীয় সংবাদমাধ্যমে। বন্ধু নেইমারের সম্ভাব্য প্রস্থান, সঙ্গে এমবাপের সঙ্গে তার কথিত ‘ব্যক্তিত্বের সংঘাত’-এর বিষয়টির সঙ্গে মিলিয়ে মেসির এই চুক্তি নবায়ন না করার খবর বেশ আলোড়নই ফেলে দেয় ইউরোপীয় সংবাদমাধ্যমে।
তবে এরপর বেশ কিছু প্রতিবেদনে অবশ্য ঠাহর করা যাচ্ছে, বিষয়টার ভিত্তি খুবই দুর্বল। প্যারিসভিত্তিক আরএমসি স্পোর্টসের সাংবাদিক আর্থুর পেরো বিষয়টা উড়িয়েই দিয়েছেন রীতিমতো।
✪ আরও পড়ুন: রোমাঞ্চকর ৭ গোলের জয়ে এমবাপ্পেরই ৫ গোল
এরপর টিএনটি স্পোর্টসের প্রতিবেদক মার্সেলো বেচলার জানিয়েছেন, মেসির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টা অনেকদূর এগিয়ে গেছে। মেসির পক্ষ থেকে চুক্তি নবায়নের অভিপ্রায় পিএসজিকে জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে সদ্য বিশ্বকাপ জেতা এই তারকা এটাও জানিয়ে দিয়েছেন যে, আসছে গ্রীষ্মে অন্য কোনো ইউরোপীয় ক্লাবের সঙ্গে আলোচনাতেও বসবেন না তিনি। ফলে মেসির পিএসজির সঙ্গে চুক্তি নবায়নে শুধু আনুষ্ঠানিকতাটাই বাকি আছে। তার বেতন কত হবে, নতুন চুক্তির মেয়াদইবা হবে কত দিন, সেটাই কেবল নির্ধারণ করা বাকি।
তবে চূড়ান্ত ঘোষণা আসেনি এখনও। যে কারণে পিএসজিতে তার না থাকার গুঞ্জন ডালপালা মেলার সুযোগ পাচ্ছে।
✪ আরও পড়ুন: খেলতে খেলতে মাঠেই প্রাণ গেল বাংলাদেশি ফুটবলারের