কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এবছর সরিষার চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। হলুদে হলুদে ছেঁয়ে গেছে চারদিক। যেদিকে দুচোখ যায় সেদিকেই শুধু হলুদ ফুলের সমারোহ। আর আবহাওয়া অনুকুলে থাকায় বাম্পার ফলনেরও আশা করছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সুত্র জানায়, চলতি বছর উপজেলার ৬টি ইউনিয়নে ১ হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নিয়ে কৃষকদের মাঝে উন্নত জাতের সরিষা বীজ ও সার বিতরণ করা হয়। জাত গুলোর মধ্যে বারি-৯, ১৪, ১৭, ১৮ বিনা-৪, ৯, ১১, টরি-৭ এবং কাজলী উল্লেখযোগ্য। অনুকুল আবহাওয়া,সময়মত বীজ সার সরবরাহ এবং কৃষি বিভাগের উপযুক্ত পরামর্শ ও দিকনির্দেশনার কারনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করেছেন কৃষকরা। ইতিমধ্যেই ক্ষেত গুলোতে দানা আসতে শুরু করেছে।
উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পুর্ব ফুলমতি গ্রামের সরিষা চাষী আব্দুস ছাত্তার, আলী হোসেন, সফিকুল ইসলাম জানান, দেরীতে শীত শুরু হওয়ায় অন্যান্য বছরের চেয়ে এবছর সরিষা ক্ষেতের লক্ষণ মোটামুটি ভাল এবং রোগবালাইও তেমন একটা নাই। আবহাওয়া অপরিবর্তিত থাকলে ভাল ফলনের আশা করছি আমরা।
উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন জানান, এ বছর উপজেলায় ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করেছেন কৃষকরা। যা কাঙ্খিত লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশী। উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মাঠপর্যায়ে কৃষকদেরকে যথাযথ পরামর্শ ও দিকনির্দেশনা দেয়া হচ্ছে। আশা করছি সরিষায় লাভের মুখ দেখবেন কৃষকরা।