রাশিয়া সফররত উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন তার দেশ সফরের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার এই আমন্ত্রণ আনন্দের সঙ্গে গ্রহণ করে মিত্র দেশটিতে সফরে সম্মতি জানান পুতিন। পশ্চিমাদের আপত্তির মুখে পারমাণবিক শক্তিধর এই দুই দেশে শীর্ষ নেতার নজিরবিহীন বৈঠকেই পুতিনকে আমন্ত্রণ জানান কিম।
উত্তর কোরিয়ার আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম ভয়েজ অব কোরিয়া বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, পুতিন কিমের ওই আমন্ত্রণ গ্রহণ করেছেন।সুবিধাজনক সময়ে তিনি পিয়ংইয়ং সফরে যাবেন বলেও আশ্বাস দিয়েছেন বলে দাবি করে কোরীয় গণমাধ্যমটি।
পুতিনের সঙ্গে বৈঠকে কিম জং উন বলেন, রাশিয়া তার জাতীয় সার্বভৌমত্ব এবং দেশের নিরাপত্তা রক্ষার যুদ্ধে পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এ অবস্থায় উত্তর কোরিয়া সব সময় রাশিয়ার পাশে থাকবে।
আমুর অঞ্চলের ভসটোচনি কসমোড্রোম মহাকাশকেন্দ্রে বুধবার রাশিয়া এবং উত্তর কোরিয়ার দুটি প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে একান্ত বৈঠক করেছেন প্রেসিডেন্ট পুতিন ও কিম জং উন।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম