ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ভারতের দেয়া মাত্র ১২৮ রানের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হল বাংলাদেশ ‘এ’ দল। রান তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৯৬ রানে অল আউট হয়ে যায় লাল-সবুজের দল। ফলে ৩১ রানের জয়ে ইমার্জিং এশিয়া কাপের শিরোপা নিশ্চিত করে ভারত।
শিরোপার অনেক কাছে গিয়েও জেতা হল না বাংলাদেশ ‘এ’ দলের। ভারতের বোলারদের বোলিং দাপটে নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশের মেয়েরা। ভারতের হয়ে এদিন চারটি উইকেট নিয়েছেন শ্রেয়াঙ্কা পাতিল।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ বুধবার (২১ জুন) ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা জেগেছিল। কিছুক্ষণ বৃষ্টির পর আবারো মাঠে গড়ায় খেলা। তবে তাতে বাংলাদেশের হার এড়াতে পারেনি মোস্তারি-নাহিদারা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৭ রান নাহিদা আক্তার এবং ১৬ রান করেছেন সোবহানা মোস্তারি। এর আগে ফাইনালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। দীনেশ বৃন্দার ৩৬ এবং কণিকা আহুজার অপরাজিত ৩০ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে ভারত ‘এ’ দল। বাংলাদেশের হয়ে দুইটি উইকেট নেন নাহিদা আক্তার।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন