ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ খ্রিঃ সোমবার (২২ মে) শুরু হয়েছে। “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ থেকে ২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে র্যালটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা ভূমি অফিসের কার্যালয় চত্ত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে বেলুন ও পায়রা উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরে সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোলেমান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা তাসনিম, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।
সভায় বক্তারা অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়, রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণসহ ভূমি সংক্রান্ত সরকারের বিভিন্ন কাজ সহজ ও হয়রানি বিহীন সেবা প্রদানের নানান দিক তুলে ধরেন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি