বগুড়ার শেরপুরে মহাসড়ক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। রোববার (৩১ মার্চ) দুপুর ১টায় উপজেলার দশমাইল এলাকা হতে চান্দাইকোনা পর্যন্ত মহাসড়ক পরিদর্শন করে ধুনটমোড় রোড এলাকায় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
এসময় তিনি জানান, আসন্ন ঈদুল ফিতরে অতিরিক্ত গাড়ির চাপ সামাল দিতে ইতিমধ্যে শেরপুর উপজেলার ৬টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসকল স্থানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও দায়িত্ব পালন করবেন। তিনি আরো জানান, মানুষের ভোগান্তি লাঘব করতে শেরপুরে মহাসড়কের গুরুত্বপূর্ণ ৬টি স্থান নির্ধারণ করা হয়েছে। স্থানগুলো হলো-মির্জাপুর বাজার, ছোনকা বাজার, ঘোগা বটতলা, ঘোগা ব্রিজ, ফুড ভিলেজ ও পেন্টাগন সংলগ্ন মহাসড়ক। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে ঘোগা ব্রিজ ও ছোনকা বাজার। ঝুঁকিপূণ স্থানে রাত-দিন অতিরিক্ত পুলিশ মোতায়ন থাকবে।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহ জামাল সিরাজী, পৌর মেয়র জানে আলম খোকা, সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, শেরপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, শেরপুর ট্রাফিক পুলিশ ফাঁড়ি ইনচার্জ আসাদুজ্জামান, শ্রমিক নেতা সেলিম রেজা, কারিমুল ইসলাম প্রমুখ।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৮ | সোমবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি