কুড়িগ্রামে বাসের ধাক্কায় দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। শনিবার ২৪ ডিসেম্বর সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় কুড়িগ্রাম-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের টগরাইহাট এলাকার মো. আব্দুল হান্নান (৪৫)। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অপর জনের পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলেন, পল্লী বিদ্যুৎ অফিসের কর্মী আব্দুস সামাদ, সদরের পলাশবাড়ী এলাকার আনিছুর রহমান, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার স্বপন, রংপুরের কাউনিয়া উপজেলার মিজানুর রহমান ও উলিপুর উপজেলার সাতদরগা এলাকার ওবায়দুল হক। এদের মধ্যে আব্দুস সামাদের অবস্থা আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আমার এন্টারপ্রাইজের একটি বাস আজ সকালে ত্রিমোহনী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। সেই সঙ্গে বাসটি রাস্তার পাশে থাকা একটি মুদির দোকানে উঠে পড়ে। এ সময় অটোরিকশার চালক লাফিয়ে নিজের জীবন বাঁচান। তবে অটোরিকশার আরোহী আব্দুল হান্নান ও সামনে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে ফোন দিলে বাসের নিচ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানিয়েছেন, দুজনের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া বাসটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক অসুস্থ বোধ করায় তাকে চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।