চলতি খরিপ-১/২০২৩-২৪ মওসুমে নওগাঁ জেলায় মোচ ৫৮ হাজার ৩৫০ হেক্টর জমিতে রোপা আউশ ধান চাষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন চাষকৃত জমির মধ্যে উন্নত ফলনশীল জাতের ৫৭ হাজার ৭৭০ হেক্টর এবং হাইব্রিড জাতের ৪৮৩ হেক্টর।
উপজেলা ভিত্তিক রোপা আমন চাষের জমির পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় উফশী জাতের ৪০৫০ হেক্টর ও হাইব্রিড জাতের ৮৫ হেক্টর। রানীনগর উপজেলায় কেবলমাত্র উফশী জাতের ১০৫০ হেক্টর। আত্রাই উপজেলায় উফশী জাতের ১৫৫০ হেক্টর ও হাইব্রিড জাতের১৪০ হেক্টর। বদলগাছী উপজেলায় উফশী জাতের ১৪৫০ হেক্টর ও হাইব্রিড জাতের ৩৫ হেক্টর। মহাদেবপুর উপজেলায় উফশী জাতের ১৫ হাজা৷ ১০০ হেক্টর ও হাইব্রিড জাতের ৩০ হেক্টর। পত্নীতলা উপজেলায় কেবলমাত্র উফশী জাতের ৬ হাজার ১০০ হেক্টর। ধামইরহাট উপজেলায় কেবলমাত্র উফশী জাতের ৩ হাজার ১০০ হেক্টর। সাপাহার উপজেলায় কেবলমাত্র উফশী জাতের ৭০০ হেক্টর। পোরশা উপজেলায় কেবলমাত্র উফশী জাতের ৬৫০ হেক্টর। মান্দা উপজেলায় উফশী জাতের ১৪ হাজার ৭০০ হেক্টর ও হাইব্রিড জাতের ২০০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় কেবলমাত্র উফশী জাতের ৯ হাজার ৩২০ হেক্টর।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আবাদকৃত উল্লেখিত পরিমাণ জমি থেকে ২০ হাজার মেট্রিকটন চাল উৎপাদিত হবে কৃষি বিভাগ প্রত্যাশা করছে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি